এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) আনুমানিক বিকেল ৬টায় সদর উপজেলার পাকা নারায়ণপুর ইউনিয়নের ধুলাউড়ি ঘাটে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্থানীয়দের সহায়তায় বাবার লাশ উদ্ধার করেছে কিন্তু এখনও ছেলের লাশ খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার (২০ মে) দুপুর প্রায় সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় বাবার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন, দুর্লভপুর ইউনিয়নাধীন মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও বদিউরের ছেলে আওয়াল (২২)।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব প্রমুখ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মাছ ধরা অবস্থায় নৌকার উপর বজ্রপাত হলে নৌকার উপর থেকে তারা নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই বাবা ছেলে মৃত্যু ঘটে। বাবার লাশ উদ্ধার করতে পারলেও ছেলের লাশ এখনো নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য যে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা প্রদান করেন।