এম হাসান
দীর্ঘ উনিশ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯ মে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্ভোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.দিপু মনি, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও গাজীপুর ২- আসনের সংসদ সদস্য, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর ৪- আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর ৫- আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইয়িদ খোকন, সঞ্চালনা করেন গাজীপুর ৩-,আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃইকবাল হোসেন সবুজ এমপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ুউপজেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ।
গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে পুনরায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ ক ম মোজাম্মেল হক এমপি এবং ইকবাল হোসেন সবুজ এমপি। সম্মেলনকে কেন্দ্র করে প্রায় একলক্ষ লোকসমাগম হয়।আর এ সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাস, পলিশ,গোয়েন্দা সংস্থা কয়েকদিন আগে থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সম্মেলন স্থল নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে।