রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরে নিজ অর্থায়নে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করে দিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। গত মঙ্গলবার উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রনি আহমেদ নিজ অর্থায়নে তক্তারচালা বাজার থেকে কামালিয়া চালা রোড ও হতেয়া রোডে চলাচলের অযোগ্য রাস্তায় ইট ফেলে সংস্কার করে দিয়েছেন ।
এ সময় হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান ঝন্টু,
অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ইমন, ছাত্রলীগ নেতা জাকারিয়া উপস্থিত ছিলেন।
রনি আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এড. ভিপি জোয়াহের এমপির নির্দেশে এলাকায় কাজ করে যাচ্ছি। বৃষ্টির কারণে রাস্তা দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিলো তাই জনগণের কষ্ট লাঘব করতে সামান্য চেষ্টা করেছি। আমি সারাজীবন সুখে দুখে হাতীবান্ধা ইউনিয়ন বাসীর পাশে থাকতে চাই।