মীযান মুহাম্মদ হাসান
নিজস্ব প্রতিবেদক
বেশ কিছু দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রোপাগাণ্ডা ছড়িয়ে একটি মহল দাবি করছেন যে, লাল বর্ণের একহাজার টাকার নোট বাতিল।
চলতি মাসের ৩০ তারিখ থেকে এ নোটটি বাতিল করে দেওয়া হবে বলে এ মহলটি গুজব ছড়িয়ে আসছে।
তারা বলছে, ৩০ তারিখের আগেই লাল বর্ণের একহাজার টাকার নোটটি ব্যাংকে জমা না দিলে, পরবর্তী সময়ে এটি বাতিল বলে গণ্য করা হবে।
বিষয়টি জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার ও আতংক ছড়িয়ে দিলে, গত ১১/০৫/২২ ইং বাংলাদেশ ব্যাংক থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সমাধান করে প্রধান বার্তা সম্পাদক ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া, ঢাকা-র মাধ্যমে সমাধান করা হয়।
বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তি, প্রধান কার্যালয় থেকে মহা ব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লাল বর্ণের একহাজার টাকার নোট বাতিল মর্মে প্রচারণাটি সম্পূর্ণ গুজব ও প্রোপাগাণ্ডা। তাই জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হয়েছে।