মোঃ ইমরুল আহসান
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ১৪/০৫/২০২২ খ্রিস্টাব্দে বিকাল ৩.০০ ঘটিকায় রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালিকা (অনুর্ধ্ব ১৭) উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ইউনিয়নসমূহের মধ্যকার খেলা উদ্বোধনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। উক্ত আয়োজনে আরও আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, জনাব আশরাফ হোসাইন,উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ সদর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।