রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রহমান (৩০) ও তাঁর বাবা লাল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার হওয়া দুজন উপজেলার আড়াইপাড়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মোন্তাজ আলী (৫০) ও মোন্তাজের মেয়ে লিপি আক্তার (২৫)। মীমাংসার কথা বলে তাঁদের ডেকে এনে কৌশলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর দুপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার আড়াইপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রুবেলকে (৩২) প্রতিপক্ষরা পিটিয়ে খুন করেন। নিহত রুবেল সখীপুর বাজারে গার্মেন্টেসের দোকান করতো। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত রুবেলের ছোটভাই রাসেল মিয়া বাদী হয়ে ১০জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, প্রধান আসামি মোন্তাজ আলী ও তাঁর মেয়ে সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। মামলাটি আপোষ-মীমাংসা করে দেবে এমন কথা বলে পুলিশের সোর্সের মাধ্যমে বাপ-মেয়েকে উপজেলার সীমান্তবর্তী এলাকার কালমেঘার একটি রিসোর্টে আসতে বলা হয়। মীমাংসার আশ্বাস পেয়ে ওই স্থানে এলে সাদা পোশাকে লুকিয়ে থাকা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ সকালে পাঁচদিনের রিমান্ড চেয়ে ওই দুজন আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার, (টাঙ্গাইল)
১৩.০৫.২২