স্টাফ রিপোর্টার।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রবেশের সড়ক সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ সৃষ্টি হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কে বৃষ্টি ছাড়াও সারা বছর লেগে থাকে জলাবদ্ধতা। অথচ এই গুরুত্বপূর্ণ সড়ক ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের যেতে হয় প্রতিদিন হাজারো মানুষকে। সিটি কর্পোরেশন নাগরিকদের নিয়মিত প্রয়োজনীয় কাজ করতে আসতে হয় নগর ভবনে। কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয় এই সড়কে চলাচলরত নাগরিকদের। গুরুত্বপূর্ণ এই সড়কেই রয়েছে হাসপাতালসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ অফিস। এই সড়কের দুর্ভোগ নগর ভবনে আসা নাগরিকদের কবে শেষ হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ। সরেজমিন দেখা গেছে, গাজীপুর মহানগরীর কেন্দ্রীয় ডাকঘরের গা ঘেঁষা রাস্তাটির পাশেই রয়েছে গাজীপুর জেলা প্রেসক্লাব কার্যালয়, গাজীপুর ডায়াবেটিস সেন্টার, গাজীপুর সিটি প্রেসক্লাবসহ রয়েছে বেশ কয়েকটি কার্যালয়। এই রাস্তার পাশেই রয়েছে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহর বাসভবন। নগর ভবনে প্রবেশের গুরুত্বপূর্ণ এই রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। গাজীপুর মহানগরীর বাসিন্দা ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন বলেন, দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটি কর্পোরেশন। একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ছাড়া পড়ে আছে। কারও মাথা ব্যথা নেই। রাস্তাটি সংস্কার করে নগরবাসীর দুর্ভোগ দূর করার জোর দাবী জানান তিনি। জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারী বলেন, গাজীপুর পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হয়েছে আট বছর। ইতিমধ্যে দুইবার নির্বাচিত মেয়র এবং দুইবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করলেও কেউই গাজীপুর সিটির প্রবেশ পথের এই রাস্তাটি সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমুল ভূঁইয়া বলেন, এই রাস্তাটির জন্য তিন বছর আগে দরপত্র আহ্বান করা হয়েছিল। পরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ পায়। দীর্ঘ সময় চলে গেলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে না। বেশ কয়েকবার তাগাদা দিয়েও কাজ করানো সম্ভব হয়নি। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী আকবর আলী বলেন, কয়েক বছর আগে এই রাস্তাটির টেন্ডার হয়েছে। ঠিকাদার কোনো কারণ ছাড়াই কাজ না করে সময় ক্ষেপণ করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন এ বিষয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজ করা হবে। বিভিন্ন সমস্যার কারণে কাজটি এত দিন আটকে ছিল।