মোঃ আমিরুল ইসলাম,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেছেন, বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশে যার যার ধর্ম সে উৎসবের সহিত পালন করবে। আপনারা মিলে মিশে শান্তি শৃক্সখল ভাবে ঐক্যবদ্ধ থাকবেন। কোন অপশক্তি আপনাদের অমঙ্গল করতে করতে পারবে না ।গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর এলাকার সাহা পাড়া গ্রামে শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ কেন্দ্রিয় আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আপনাদের বিরুদ্ধে কেউ অন্যায় আচরন করার সাহস পাবে না । মনে রাখবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমি একজন প্রতিনিধি তাই কোন রকম অসুবিধে হলে শাহজাদপুরের এমপি হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আমার মনের দরজা সব সময় আপনাদের জন্য খোলা আছে এবং থাকবে। শেষে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে একটি শিব মন্দির স্থাপনের ঘোষনা দেন । এসময় আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সাহা, খোকন সাহা, নিখিল কর্মকার, মনোরঞ্জন সাহা, বাসু দত্ত, তুষার সাহা, বিজয় ঘোষ প্রমূখ।
মোঃ আমিরুল ইসলাম,
শাহজাদপুর সিরাজগঞ্জ
মোবাইলঃ০১৬৭৩-০৭৩৭৯২
তারিখঃ১৩.৫.২২