মোঃ মাজেদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিভিন্ন দল থেকে ২শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।
শুক্রবার জামালপুর শহরের বেম্বোগার্ডেন রিসোর্ট এন্ড পার্কে ৬নং ওয়ার্ড জাতীয় পাটির সাধারন সম্পাদক শামিম হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় নির্বাচনে জামালপুর ৫ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাকির হোসেন খান ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করেন।
এর আগে এসব নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসময় নবাগত নেতাকর্মীরা জানিয়েছেন আমরা জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রয়াত সাবেক রাস্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোঃ এরশাদের প্রতি ভালোবাসায় যোগদান করেছি। জাতীয় পার্টির ডাকে আগামী দিনে দলীয় সকল কার্যক্রম সফল করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এড.মোঃ আনিছুর রহমান মানিক,সাধারণ সম্পাদক মোঃ কাজী খোকন, জেলা জাতীয় পার্টির সদস্য মামুনুর রশীদ,জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল মালেক,জেলা জাতীয় মৎস্যজীবি পার্টির আকরাম হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য বাচ্চু মিয়া,জাতীয় পার্টি নেতা,দেলোয়ার হোসেন রাজু, মোশাররফ সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টি জামালপুর পৌর শাখার অন্তর্গত ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম হোসেন।
বাংলাদেশ জাতীয় পাটিতে যোগদান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।