নিউজ ডেস্ক; জাকির হোসেন-টুটুল এম এল।
সমাজে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মুলসহ সকল অসামাজিক ও অবৈধ কার্যকলাপ থেকে মানুষ কে দুরে রাখা ও সমাজে বিভিন্ন সামাজি, পারিবারক সমস্যা নিরশনের লক্ষে তানোরে ওয়ার্ল্ড ভিশন মুন্ডুমালা পৌরসভা এরিয়া সার্চ কমিটির প্রথম সভা ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২মে (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড ভিশন মুন্ডুমালা পৌরসভা এরিয়া সার্চ কমিটির পরিচিতি সভার তথ্য সূত্র অনুযায়ী জানা যায় যে, কমিটিতে
মোঃ জাকারিয়া হোসেন (সভাপতি)
মোঃ আলী আকবর ( সহ সভাপতি ) ও মোঃ শরীফুল ইসলাম শরীফ ( সাধারণ সম্পাদক ) নির্বাচিত হন। এসময় ১৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে