রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন ও আতিকুর রহমান বুলবুল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেলে গজারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এর আগে গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান বুলবুল সংবাদ সম্মেলন করেন। বুধবার বিকেলে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী আমাকে ও আমার পরিবার এবং স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলামকে জড়িয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এর কোনোটিই সঠিক নয়। ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে ওই ইউনিয়ন আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিন, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আ.লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)
তারিখ : ১১.০৫.২২