রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারা আক্তার (৩০) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাশারচালা গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, আনোয়ারা বুধবার সকালে বাড়ির পাশে ঝোপঝাড় পরিষ্কার করতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল)
১১.০৫.২০২২