খোলা নিউজ বিডি-২৪. নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল।
তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপির ৮ ও ৯নং ওয়ার্ড সমন্বিত মোহর হিন্দুপাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে বিশ্ব-শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর / শ্রী রাধাগোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
১০মে (মঙ্গলবার) রাত ৯ টার সময়মোহর হিন্দুপাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী উজ্জল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হরিবাসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জননেতা নাজিমুদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ৯নং ওয়ার্ড সদস্য/মেম্বার, হযরত আলী, ৯নং ওয়ার্ড আ”লীগ সভাপতি: শাহাবুদ্দিন।
৮নং ওয়ার্ড সদস্য/ মেম্বার আব্দুল করিম, ডাক্তার শ্রী সুকুমার।
আরো উপস্থিত ছিলেন, হারান চন্দ্র, উপেন সুত্রদর, সুনীল, সুফল চন্দ্র প্রমুখ।
এসময় উপস্থিত সনাতনধর্মাবলম্বী নারী-পুরুষ প্রধান অতিথি নাজিমুদ্দিন বাবু চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেই।