নাছির উদ্দীন ( কুতুবদিয়া)
তাং ১০/০৫/২২ইং
কুতুবদিয়ায় একটি সবজির বাগান থেকে ১১টি গাঁজার গাছ পাওয়ার পর ওই বাগানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনারমোড় গ্রামের ফরিদুল আলমের সবজির বাগানে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয় বলে কুতুবদিয়া থানার (ওসি) ওমর হায়দার জানান। গ্রেপ্তার ফরিদুল আলম (৪৫) ওই গ্রামের মৃত রহিম দাতের ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুল আলমের সবজির বাগানে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের বাগানে গাঁজার গাছগুলো পাওয়া যায়।
“প্রতিটি গাছ প্রায় ২-৩ ফুট লম্বা ও ১১টি গাছ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদুল আলমের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ফরিদুল আলম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দেশ্যে গাঁজা আবাদ করছিলেন বলে পুলিশের অভিযোগ