এম এম মামুন, রাজশাহী ব্যুরো : রাজশাহীর বেলপুকুর বাইপাস থেকে ৭৮০ পিস ইয়াবাসহ মো. আজিজুল হাকিম ওরফে আকাশ(২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৮ মে) বিকাল পোনে ৪টার দিকে বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর সংলগ্ন চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়টাপ্পু গ্রামের মো. আমিরুলের ছেলে মো. আজিজুল হাকিম ওরফে আকাশ।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েল। তিনি জানান, রোববার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর সংলগ্ন চায়ের দোকানের সামনেে একজন মাদক কারবারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মো. আজিজুল হাকিম ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪টি নীল রংয়ের বায়ু রোধক জিপারযুক্ত প্যাকেটে মোট ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েল সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই(নিঃ)/এএসএম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।