রাজশাহী (তানোর) প্রতিনিধিঃ এস আর টুটুল এম!
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হলো বিশ্ব মা দিবস ২০২২ইং, তানোর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা থানা মোড় হয়ে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহিদমিনারে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান।
আজ ৮মে” (রবিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে, মা দিবস উদযাপন উপলক্ষে স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুবক্কার সিদ্দিক।
এসময় আরো উপস্থিত ছিলেন; তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সাংবাদিকসহ’ স্থানিয় সরকারি – বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানিয় সমাজ সেবক রাজনৈতিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।