সাহাজুদ্দিন সরকার
স্টাফ রিপোর্টার।
আজ ০৮ মে ২০২২ রবিবার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ গাজীপুর মেট্রোপলিটন ও গাজীপুর জেলার বিভিন্ন ক্যাডারের মোট ১৭ জন (প্রশাসন ০৬,পুলিশ ০২, শিক্ষা ০৫, স্বাস্থ্য ০১, প্রাণিসম্পদ ০১, মৎস্য ০১, কৃষি ০১) সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা জিএমপি`র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (বিপিএম) (পিপিএম) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।
পুলিশ কমিশনার তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন- “জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার। প্রধানমন্ত্রীর হাতেই শুরু হয়েছে স্বপ্নযাত্রা ২০৪১ সালের উন্নত বাংলাদেশের। অচিরেই আজকের ১৭ জন সেই যাত্রার সারথী হবেন। আমরা যেন ভুলে না যাই-দিতে হবে সর্বাগ্রে নাগরিকের অধিকার। আর্থিক সততাকে অনিবার্য মেনে, সকল কলুষতা, কার্পণ্য অন্যায়কে না বলে আমরা যেন চিন্তার সততা নিশ্চিত করি। আমরা যেন কল্যাণকামী হই, সত্যাশ্রয়ী হই। ন্যায়-অন্যায়ের দ্বৈরথে আমরা যেন দৌড়াই সর্বদা ন্যায়ের পথে।”
সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাগণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ বর্ণিল আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান (বিপিএম-সেবা), জিএমপি কমিশনার সহ জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।