সাহাজুদ্দিন সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বোয়ালী বিটে ঈদ ছুটির সুযোগে বনের জমি দখল করে ঘর বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন দাবি করছে, বন কর্মকর্তার যোগসাজশে এসব জবর দখল হয়েছে।
জানা যায়, বোয়ালী বিটের গোবিন্দপুর সাব বিট এলাকায় সাতকুড়া পূর্ব পাড়া এলাকার নুর ইসলামের ছেলে মোশাররফ ৯ নং প্লটে একটি বড় ঘর নির্মাণ করে। খবর পেয়ে বিট অফিসের লোকজন গিয়ে উচ্ছেদ না করে কাজ বন্ধ করে রাখে এবং কিছুদিন পরে কাজ করার পরামর্শ দিয়ে চলে আসে। এছাড়াও ওই এলাকায় ভাল্লুকবের পাম অয়েল বাজারের দক্ষিন পাশে আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বড় একটি ঘর নির্মাণ করছে।
স্থানীয় একাধিক লোকজন আরো অভিযোগ করেন জবর দখলের সুযোগ সুবিধা তারাই পায় যারা বিট কর্মকর্তা ও তার সহকর্মীদের চাহিদা মোতাবেক দাবি রক্ষা করতে পারে।বিট অফিসের পাশে পাইকপাড়া ত্রিমোড় থেকে অবৈধ কাঠের গাড়ি থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে বনদস্যুদের কাঠ পাচার করার সুযোগ করে দেয়। বিট কর্মকর্তা চাঁদাবাজির বাণিজ্য টিকিয়ে রাখতে নতুন করে গোবিন্দপুর সাব বিট এলাকায় আলাল মাস্টারের অবৈধ করাত কল বসানো হয়েছে এবং করাত কল টি চালু করার পায়তারা চলিতেছে।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, সকল অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। বার বার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করেননি, বোয়ালী বিট কর্মকর্তা মোঃ মাসুম।