রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল ঃ
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল (৫ মে) বৃহস্পতিবার বিকালে উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক “ইওেফাক”প্রতিনিধি মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ” সমকাল”এর প্রতিনিধি এনামুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক “সংবাদ” এর প্রতিনিধি জুলহাস গায়েন,প্রচার সম্পাদক ও দৈনিক “আলোকিত বাংলাদেশ” এর প্রতিনিধি ইসমাইল হোসেন,অর্থ সম্পাদক ও দৈনিক “বাংলাদেশ খবর”প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, আমার জন্ম এই নিশ্চিন্তপুর এলাকায়। এই এলাকাতেই আজ আমাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হচ্ছে।আমাকে আমার গ্রামের মানুষ যে সম্মান করেছে কোনদিন ভুলার নয়। আমি আমার এলাকাবাসীর নিকট চিরকৃতজ্ঞ।
এসময় এলাকাবাসীর পক্ষে জহিরুল ইসলাম জানান, আজ আমাদের এলাকার সন্তান সখীপুর প্রেসক্লাবে জায়গা করে নিয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার।
তিনি আরো বলেন, সখীপুর উপজেলার অত্যন্ত কাছে অবস্থান করেও আমাদের গ্রামটি অবহেলিত। কাচা রাস্তা হওয়ায় বৃষ্টি হলে এখনো এ রাস্তায় নিশ্চিন্তপুর বাজারে আসা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ রাস্তার সমস্যাটি যাতে দ্রুত অবসান হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।