স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহের মুক্তাগাছায় শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের কমিটি গঠন করা হয়েছে।এ মন্দিরে দেশ-বিদেশে বহু ভক্তবৃন্দ রয়েছে।বৃহস্পতিবার (৫মে) সন্ধ্যা ছয় ঘটিকায় মুক্তাগাছার ঐতিহ্যবাহী ৫৬ প্রহর মাঠে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন চন্দন কুমার সাহা সাধারণ সম্পাদক হয়েছেন উজ্জ্বল কুমার চন্দ।
নবনির্বাচিত সভাপতি চন্দন কুমার সাহা বলেন ভক্তবৃন্দরা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব।
নতুন কমিটির সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কুমার চন্দ বলেন,পূর্বের কমিটি কতটুকু দ্বায়িত্ব পালন করতে পেরেছে তা আমরা সকলেই জানি। আমি ভক্তবৃন্দদের সাথে নিয়ে মন্দিরের উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।
স্থানীয় বাসিন্দা মুক্তাগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার সাহা বলেন,বিগত কমিটির অনেক অনিয়ম রয়েছে। আমি বিশ্বাস করি নতুন এই কমিটি পূর্বের সকল কমিটির চেয়ে ভালো কাজ করবে।