মোঃ নুর সাইদ ইসলাম
স্টাফ রিপোর্টারঃ:-
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করলেন শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোশকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ খেলার উদ্বোধন করা হয়েছে।
৫ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে ৮টি ইউনিয়নের এ খেলার উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
১ম দিনের খেলায় উমার ইউনিয়ন ও খেলনা ইউনিয়ন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আলহিল মাহমুদ চৌধুরী, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক্ আবু হানিফ, বাংলাদেশ প্রেসক্লাব ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আবু বাশার ও সাধারণ সম্পাদক কাশ্মীর আহমেদ , কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু সাংবাদিক সোহেল হোসেন সাংবাদিক নুর সাইদ,
প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ৪-৩ গোলে উমার ইউনিয়ন বিজয়ী হন।