মীযান মুহাম্মদ হাসান
নিজস্ব প্রতিবেদক
আজ ছয়দিন পূর্ণ হবে টাংগাঈল জেলার গোপালপুর ও ভূয়াপুর থাবার বেশকিছু গ্রামে নেই বিদ্যুতের দেখা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এখানকার হাজারও মানুষ। বিদ্যুৎ নেই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। স্থানীয় লোকজন জানিয়েছেন- জগতপুরা, অর্জুনা, শাখারিয়া, সোনামই, কাহেতা-সহ আশপাশের আরও কিছু গ্রামেও একই অবস্থা বিরাজ করছে। ঈদের আগে কাল বৈশাখী ঝড়ের ভয়াবহ তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ।
গ্রামের পর গ্রাম, রাস্তায়, বসত বাড়ি ঘরের আঙিনায় এখনো পড়ে আছে গাছপালা, ভাঙা ডালপালার স্তুপ। কারও ঘরের চাল উড়ে গেছে। গাছ ও ডালপালা পড়ে ভেঙে। ভেঙে গেছে ঘর বাড়ির চাল, দেওয়াল বা বেড়া।
ছিন্ন ভিন্ন হয়ে গেছে বৈদ্যুতিক তার ও খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম। তাই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে গেছে দুঃসাধ্য ব্যাপার। বিদ্যুৎহীন গরমের মধ্যে রাত দিন পার করছেন এখানকার হাজারও মানুষ। শিশু বাচ্চা থেকে যুব তরুণ বৃদ্ধ সকলেই খুব কষ্টে দিন যাপন করছেন।
সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ দেওয়া হলেও, ব্যাপক ক্ষতি থেকে জানমাল রক্ষার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। সরেজমিনে দেখা গেছে মেরামত ও সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার সিংহভাগ স্থান আবার বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। এলাকাবাসী গরমের তীব্রতা থেকে বাঁচতে সমস্যার আশু সমাধান কামনা করছেন।