মোঃ নুর সাইদ ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ।
উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে নাস্তা, সিমাই,আপেল,কমলা, কলা, খিজুর,ডিম
দুপুরের খাবারঃ খাঁসির মাংস, আতব চালের বিরানী, বুটের ডাল,ও সালাত সঙ্গে রসগোল্লা।
রাতের খাবারঃ
মুরগির ভুনা ভাত ডাল ইত্যাদি,
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন বর্তমান নওগাঁ জেলা মধ্যে ধামইরহাট উপজেলা খাবার সহ পরিস্কার পরিছন্নতায় ও চিকিৎসা অনেক উন্নত হয়েছে, তিনি আরও বলেন মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ এর স্বর্তাধিকারি মোঃ আবু রায়হান মিঠুর প্রশংসা করে বলেন তিনি মানসম্মত খাবার হাসপাতালে পরিবেশন করেন, এই সময়ে উপস্থিত ছিলেন ইনচার্জ রুপভান্নেছা
হাসপাতালে ডিউটিরত ডাক্তার ও
উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃআবু সুফিয়ান হোসাইনসহ প্রমুখ।