ইউসুফ আলী খান, আশুলিয়া
করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ এর কারণে দীর্ঘ চার বছর ঐতিহাসিক গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে ঈদের প্রধান জামান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মঙ্গলবার ৩ মে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের প্রধান জামান গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
গাজীরচট আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গাজীরচট ভুঁইয়াবাড়ীর কৃতিসন্তান আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন ভুঁইয়া ঈদের জামাত পড়ান।
ঈদের জামাতের পুর্বে হাজার হাজার মুসল্লীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীরচট খাঁনবাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ সৈয়দ খাঁনের সুযোগ্য পুত্র মোঃ শাহাদাৎ হোসেন খাঁন।
এসময় তিনি বলেন, করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘ চার বছর পর গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় গাজীরচট আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন ভুঁইয়া মাঠে উপস্থিত হাজার হাজার মুসল্লীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে উক্ত মাদ্রাসাটি আলিম (এইচএসসি সমমনা) থেকে ফাজিল (ডিগ্রি) পর্যন্ত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ফলে আগামী বছর থেকে এই মাদ্রাসা থেকে নার্সারি থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
ঈদের জামাত শেষে সারাবিশ্বের মুসলিম জাহানের মঙ্গল কামনা করে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।