সাহাজুদ্দিন সরকার
স্টাফ রিপোর্টার।
পবিএ ইদুল ফিতরকে সামনে রেখে অসম্পূর্ণ ফ্লাইওভার খুলে দেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ইদ মানে আনন্দ, ইদ মানেই খুশি। আর এই ইদের আনন্দ ভাগাভাগির জন্যই বাড়ি ফিরছিলেন মোঃ শফিকুল ইসলাম। কিন্তু তার আর বাড়ী ফিরা হলো নাহ, তিনি চন্দ্রা নায়াগ্রা টেক্সটাইল মিলস এর জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। ঘাতক এনা পরিবহনের চালকের অসতর্কতায় কেড়ে নিলো অনেকগুলো প্রাণ। আজ ঢাকা টাঙাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভার যমুনা গ্রুপের সামনে এই ঘটনা ঘটে। ইদের দিন রাস্তাঘাট ফাঁকা থাকায় দূরপাল্লার যাএিবাহী গাড়ীর গতি অনেক বেশী হওয়ায় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রতাক্ষদর্শীরা জানায়, রোড ফাঁকা থাকার কারনে এনা পরিবহনটি দ্রুত গতিতে চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক(সফিপুর থেকে কোনাবাড়ী) একটি যাএিবাহী মাহিন্দ্রা গাড়ী রাস্তা পারাপার হচ্ছিলো। এ সময় এনা পরিবহন ও মাহিন্দ্রা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ( ৩) জন নিহত ও বেশকিছু লোক গুরুতর আহত হন । আহতদেরকে সফিপুর তানহা হসপিটালে পাঠানো হয়। নিহত ব্যাক্তির নাম মোঃ শফিকুল ইসলাম, গ্রামঃ টুপরারচর, পোঃ রবিয়ারচর, থানাঃ বকশিগঞ্জ জেলাঃ জামালপুর। আহতদের এখনো কোন পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থলে তাৎখনিক কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আহত ব্যাক্তির লাশ উদ্ধার করে,রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা তিন জন।