ঢাকা (সাভার) থেকে; এস আর টুটুল এম এল!
ঢাকা (সাভার) উপজেলার সব বাজার গুলোতে বেড়ে গেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের মূল্য। এক সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের মূল্য কেজিতে বেড়েছে ১০০ টাকা, আর ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। ফলে ৭০০ টাকা কেজির নিচে এখন আর গরুর মাংস পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার (০৩ মে) সাভার উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বেশির ভাগ ব্যবসায়ী গরুর মাংস প্রতি কেজি বিক্রিয় করছেন ৭০০ টাকা করে। কোনো কোনো ব্যবসায়ী ৬৮০ টাকা কেজিতেও গরুর মাংস বিক্রি করছেন। আর গ্রামের সাপ্তাহিক ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করছেন কেজিতে ৬৮০ থেকে ৭০০ টাকা। যদিও এক সপ্তাহ আগে বাজারে গরুর মাংসের কেজি ছিল ৬৩০ থেকে ৬৫০ টাকা।
গরুর মাংসের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সাবার সদর বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রিয় হচ্ছে ২০০ থেকে ১৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা। তবে সোনালি মুরগির কেজি গত সপ্তাহের মতো ৪০০থেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। গাজরের মতো অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজির দাম। গত সপ্তাহের মতো ব্যবসায়ীরা বেগুনের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকা। শসাহ কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া পটোলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৪৫ টাকা, বরবটি ৫০ থেকে ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৪০থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০থেকে ৮০টাকা। লালশাকের আঁটি ২০ থেকে ১৫ টাকা, শজিনা ডাঁটার দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা কমে কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০থেকে
৫০ টাকা।
পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৩০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। এদিকে সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা। বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজিতে ১২০০ থেকে ১৫০০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। খোলা সোয়া বিন তেল ডাইরেক ২০০ টাকা কেজি।
এ বিষয় ব্যবসায়িরা বলেনঃ সরকার তো মুখে তেলের দাম কমিছে আমরা তো জেমন কিনি তেমনি বিক্রয় করি।