স্টাফ রিপোর্টারঃ মোঃ সাজ্জাদ হোসেন খোসনবীস
টাঙ্গাইল শহরে অসহায় ও ছিন্নমূলদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড়’। সম্পর্ক হোক সহযোগিতার- এই স্লোগানে ২মে, সোমবার এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। শিকড়ের সম্মানিত উপদেষ্টা হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিকড়ের সভাপতি কবির ইসলাম, সহ-সভাপতি বাবু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ অলিদ হাসান শাফিল, কোষাধ্যক্ষ নিশাদ, আইন বিষয়ক সম্পাদক অজয় মজুমদার, সহ নারী বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, কার্যকরী সদস্য পলাশ, সিয়াম, কৌশিক আহমেদ সাদসহ শিকড়ের সদস্যবৃন্দ ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ কর্মসূচির আওতায় শিকড়ের স্বেচ্ছাসেবীরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে অসহায় ও ছিন্নমূলদের মাঝে ঈদের বাজার সামগ্রী বিতরণ করেন।