মীযান মুহাম্মদ হাসান
গাজীপুর সদর প্রতিনিধি
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এখনো কি অসহায় অনাথ এতিম ও আর্তপীড়িত মানুষের ঘরে
ঈদের দিন দু মুঠো ডাল ভাতের ব্যবস্থা হয়েছে?
অসহায় মানুষজন যেন
দুবেলা পেট পুরে খেতে পায় ঈদের দিন, এ আশায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি।
করোনাকালের ভয়াবহ তান্ডবে কর্মসংস্থানগুলো সংকুচিত হলে, দেশে অর্থনৈতিক মন্দা ও সংকট তৈরি হয়। ফলে সেসময় থেকে শুরু হয় এই ঈদ সামগ্রী বিতরণ ও মাহে রমজান উপলক্ষে সামান্য ইফতার বিতরণ কর্মসূচি।
আজ কয়েক বছর যাবৎ চলছে এই ত্রাণ ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি। বরাবরের মতো এ বছরও ছিল মাস ব্যাপী সামান্য ইফতার বিতরণ কর্মসূচি।
আজ বিকালে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয় ঈদ সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন,
কলেজ বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাশেম সিদ্দিকী।
ঈদ উপহার হিসাবে আজ প্রতিজন লোককে একটি ২কেজি ওজনের পোলট্রি মুরগী, পরিমাণ মতো পোলাও চাল, চিনি, দুধ ও সেমাই দেওয়া হয়। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন।
দুস্থ এতিম গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার মতো মহান দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা আনন্দ প্রকাশ করেছেন।
এলাকার গন্যমান্য লোকজন এমন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করছেন।