এম এম মামুন, রাজশাহী ব্যুরো : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলা পবা-মোহনপুর উপজেলাবাসিসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) অাসনের সংসদ সদস্য মো. অায়েন উদ্দিন।
অাজ শনিবার (৩০ এপ্রিল) মোহনপুর উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি জানান, বিগত বছর গুলোতে মহামারি করোনা ভাইরাসের মধ্যে ঈদ উদযাপন করেছিলাম। বর্তমানে করোনা ভাইরাস থেকে অনেকটা মুক্ত আছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতঙ্গতা প্রকাশ করছি। দেশের মানুষের কল্যাণে টিকাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের পাশে ছিলেন আমাদের জননেত্রী।
সংসদ সদস্য মো. অায়েন উদ্দিন আরো বলেন, ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ আমরা সকলের সাথে ভাগাভাগি করবো। সকল ভেদাভেদ ভুলে সকলের মানুষের সাথে বিনয়ী আচরনের ন্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোহনপুর উপজেলার অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অাব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অাজাহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু হোসেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অাল অামিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অাব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত অালী, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মো. মিরাজুল ইসলাম মতিন, সাধারণ সম্পাদক এম এম মামুন পরিশেষে দেশবাসীকে “ঈদ মোবারক” বলে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।