নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল-খোলা নিউজ বিডি-২৪,
রাজশাহীর (তানোর- পৌরসভা) আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের রাজনৈতিক আইকণ-সংগ্রামী মুজিব সেনা” জননেতা ওহাব সরদার-এর পরিবারের পক্ষ থেকে, তানোর পৌরসভা ও উপজেলাসহ দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা ও মোবারকবাদ।
এক শুভেচ্ছা বার্তায় ওহাব সরদার বলেন; ধর্ম যার-যার, উৎসব সবার। পবিত্র মাহে রমজান শেষে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ- উল ফিতর সমাগত, শিয়াম সাধনার মধ্যদিয়ে ধৈর্য ও সংযমের উসিলায় সকল সম্প্রদায়ের মধ্যে বয়ে আসুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে, সামাজিক ভাতৃত্ববোধ বজায় রাখতে পারি, এটাই হউক আমাদের প্রত্যাশা।
✌ জয় বাংলা ✌ জয় বঙ্গবন্ধু✌