মোঃ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার(টাঙ্গাইল) টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলন সখীপুর পৌর শাখার আহ্বায়ক মামুন তালুকদারের( ৩২) লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। আজ( ৩০ এপ্রিল) শনিবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিলপাড় এলাকার একটি ব্রয়লার মুরগির প্রোল্ট্রি ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইমান আলী তালুকদারের ছেলে।
পরিবার ও পুলিশ সুএে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে মামুন তাঁর প্রোল্ট্রি ফার্মে যান।কিন্তু রাতে তিনি আর বাসায় ফিরে যাননি। রাতে বাসায় ফিরে না যাওয়ায় শনিবার ভোরে তাঁর বাবা খামারে গিয়ে মেঝেতে মামুনের লাশ দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তাঁর শরীরের ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।