মিনহাজুল হক বাপ্পী -লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের ভেলাবাড়ীতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা করোনা ভাইরাসের কারণে গত দুই বছর পর এবছর ঈদের কেনাকাটায় যেন প্রাণ ফিরেছে। ক্রেতাদের আগমনে মুখর হয়ে উঠেছে লালমনিরহাট জেলা শহরের মতো ভেলাবাড়ীতেও বিভিন্ন মার্কেটে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মার্কেটে চলছে কেনাকাটা দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী- পুরুষরা। তবে ঈদ মার্কেটে নারীদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত সকাল আর সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে বেশি। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সুপার মার্কেটের ব্যবসায়ী মেসার্স লাকী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম বলেন। গত দুই বছরে করোনার কারণে বেচাকিনা অনেকাংশে কম হয়েছিলো। এ বছর বেচাকিনা বিগত বছরের চেয়েও অনেক ভালো। তাই মেসার্সের ক্রেতাদের চাহিদা পছন্দের থ্রি-পিস, থানকাপড়, কাটাকাপড়, জামদানী শাড়িসহ কাঁচাবাদাম, বিভোর, বুুটিক ফ্যাশন ও রিমিক্স থ্রি-পিসের চাহিদা ক্রেতাদের কাছে অনেক বেশি। ভেলাবাড়ীসহ লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ এলাকার এক নারী ক্রেতা জানান, তিনি তার মেয়ের জন্য কাঁচাবাদাম নামের একটি থ্রি-পিস এবং তার জন্য একটি জামদানি শাড়ি কিনেছেন। তিনি আরও বলেন, পরিবারের সবার জন্য পোশাক নিতে হবে। তাই ভালো কিছু কেনার জন্য আগে ঈদের বাজার শেষ করলেও আজ শিশুদের চাহিদা অনুযায়ী উচ্ছিষ্টগুলো কিনেছি বলে জানান তিনি।
আদিতমারী থানার ওসি মোঃ মোক্তারুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে আদিতমারী উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টিম সর্বদা টহল দিচ্ছে। পুলিশের পাশাপাশি সাধারণ এলাকাবাসীও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।