বি এ রায়হান, গাজীপুরঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর দিক নির্দেশনা গাজীপুরের টঙ্গীতে মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশের উদ্যোগে গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী তিন শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরীর দত্তপাড়া টঙ্গী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কে এম শাহ আলমের সভাপতিত্বে ও ডাঃ নয়ন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, টঙ্গী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নুরনবী পাটোয়ারী, মহানগর মৎসজীবী লীগের সাধারন সম্পাদক আসাদুল কবির, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ জঙ্গি, মহানগর নির্মান শ্রমিক লীগের সভাপতি রমজান সরকার, ৪৮ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোতালেব হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবন্দ।