মোঃ আবুল বাসার,চীফ রিপোর্টার
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দানবীর মেম্বার আকবর হোসেন শাহানাজ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় তার নিজ ইউনিয়নের খেটে খাওয়া গরীব দূঃখী মানুষের মাঝে ৩ হাজার শাড়ী বিতরণ করেন ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে তার নিজ বাড়ীর দরজায় এই শাড়ী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়,এর আগে তিনি তার ছবি সম্বলিত শাড়ীর টোকেন মানুষের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছেদেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন গরীব দূঃখী মেহনতি মানুষের আপনজন দানবীর আকবর হোসেন শাহনাজ মেম্বার। তিনি বলেন, সুবর্ণচর উপজেলা সহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব এ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তার এই ক্ষুদ্র আয়োজন। পবিত্র ঈদ উপলক্ষে সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এ সময় তিনি বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরো বলেন ১ মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জেবিত করে। মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে দেশের বিদ্যমান সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তিনি জানান সরকারের পাশাপাশি এলাকার সকল বিত্তবানেরা গরীব দূঃখি মানুষের সাহায্যে এগিয়ে আসলে কেউ গরীব থাকার কথা নয়, । তিনি ভিত্তবানদের গরীব দূঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।