এম এম মামুন,রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ৫৫০ পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার ভোররাতে নগরীর চণ্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন- ফেরদৌস আহম্মেদ ওরফে মাহমুদ (২৩) ও সাখাওয়াত হোসেন ওরফে সজল (২৭)। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দুজনকে ৫৫০ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। দুজনেরই বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়।