নিউজ ডেস্কঃ এস আর টুটুল এম এল- খোলা নিউজ বিডি-২৪,
২৭ এপ্রিল (বুধবার) রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচান্দর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে ৬ থেকে ৯নং ওয়ার্ড যুবলীগ কমিটি ঘোষনা করেন, প্রধান অতিথি, স্থানীয় সাংসদ প্রতিনিধি, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান।
আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক, জিল্লুর রহমান, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মজিবর রহমান, পাঁচান্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- আতাউর রহমান, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি বদিউজ্জামান নয়ন,
তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক- মোকলেসুর রহমান।
এছাড়সও উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন শাওন, কামারগাঁ ইউপি সদস্য লুৎফর রহমান, সরনজাই ইউপি সদস্য আব্দুল আলিমসহ, তানোর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের ওয়ার্ড- ইউনিয়ন, থানা-উপজেলা পর্যায়র নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় ৩নং পাঁচন্দর ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ড যুবলীগের আগামী (৩) তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি জননেতা জনাব লুৎফর হায়দার রশীদ ময়না।
এতে ৬ নং ওয়ার্ড
সভাপতি-মোঃ হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক-মোঃ আকাতারুল
৭ নং ওয়ার্ড
সভাপতি-মোঃ আতাউর রহমান।
সাধারণ সম্পাদক-মোঃ বাবুল আকতার।
৮ নং ওয়ার্ড
সভাপতি-মোঃ রমজান আলী।
সাধারণ সম্পাদক-মোঃ ফিরোজ আলম।
৯ নং ওয়ার্ড
সভাপতি – মোঃ নাজমুল হাসান।
সাধারণ সম্পাদক-মোঃ রাজিব আহামেদকে ঘোষণা করা হয়।
ময়না চেয়ারম্যান আগামী দিনে দক্ষ ও সফল নেতৃত্বের জন্য সকলের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান।
এসময় সাংসদ প্রতিনিধি ও প্রধান অতিথি ময়না চেয়ারম্যান বলেনঃ-
বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপেরিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর শেখ ফজলুল হক মনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন যুবলীগ
প্রতিষ্ঠিত করেন। যুবলীগ নামে সংগঠনটি বহুল প্রচলিত, এটি বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন। যুবলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী পরিচিতি লাভ করে।
তিনি সবার প্রতি আগামী দিনের নতুন নেতৃত্বের শুভ কামনা জানিয়ে আন্তরিক অভিনন্দন জানান।