নিউজ ডেস্ক; এস আর টুটুল এম-খোলা নিউজ বিডি-২৪,
রাজশাহীর তানোরে ১৪৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারের হতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার (ঈদ উপহার) হিসেবে মুজিব শতবর্ষের পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১-০০ মিনিটের সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে এসব পাকা ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
তানোর উপজেলার পরিষদ অডিটরিয়ামে সম্প্রচারিত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া প্রমুখ!
এসময় উপকার ভোগীসহ সুধীজন ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।