মীযান মুহাম্মদ হাসান গাজীপুর সদর প্রতিনিধি
সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর। সমাজের সুবিধাবঞ্চিত দুঃস্থ অসহায় এতিম অনাথদের ঈদ আনন্দকে প্রফুল্ল ও আরও প্রাণবন্ত করে তুলতে, প্রতি বছর সরকারি ব্যবস্থাপনায় বিতরণ করা হয় ভি জি এফ-র চাল প্রদান কর্মসূচি।
আজ গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ের অন্তর্গত মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিতরণ করা হয় এ চাল।
এ সময় ভাওয়ালগড়ের অন্তর্গত অসহায় দুঃস্থ গরীব পরিবারের অনেকেই এ চাল গ্রহণের জন্য আসেন। সকাল দশটায় চাল নিতে আসা ব্যস্ত মানুষের ভিড় দেখা গেছে।
এ সময় ভাওয়ালগড়ের অন্তর্গত ৮নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আলফাজ উদ্দিন নিজে উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।
সরকারের এমন উদ্যোগ অনেক অসহায় পরিবারে ঈদের আনন্দ উপভোগকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন, এই ইউপি সদস্য।
তিনি জনগণের সেবায় নিজেকে আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন এবং সকলের পাশে থাকার দুআ প্রার্থী।