স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ধানকাঠি ইউনিয়নবাসী সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী মীর পরিবারের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, দানবীর সৈয়দ ইকবাল হোসেন (ওসমান মীর )।
এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।