মোঃ আবুল বাসার,চীফরিপোর্টার,নোয়াখালী
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার এলাকায় রবিবার (২৪এপ্রিল) সকালে এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে বখাটেরা ওড়না ধরে টান দেয়, এবং টান দেওয়ার সাথে সাথে তারা ও বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হয়। ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের জনতা এসে বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, বখাটেদের বাড়ি চর জুবিলী ইউনিয়নের মহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্প এলাকায়।