স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন কাশিমপুরের কৃতি সন্তান মুহাম্মদ জুয়েল রানার প্রথম কবিতার বই ‘রক্ত নদীর কোলাহল’ বের হচ্ছে চলমান জাতীয় বইমেলা ২০২২ এ।
পাঠাগার, বইমেলা, বন্যার্তদের ত্রাণ দেয়া সহ নানাবিধ মানবিক কার্যক্রমে কাশিমপুরের পরিচিত মুখ মুহাম্মদ জুয়েল রানা। ছেলেবেলা থেকেই বইয়ের প্রতি ভীষণ ভালো লাগা থেকে দেশী বিদেশী লেখকদের বই পড়া শুরু করেন সে। তারপর ধীরে ধীরে কবিতা লেখা শুরু করেন। কবিতা লেখার পাশাপাশি নানাবিধ মানবিক কার্যক্রমে তার অংশগ্রহণ বেশ সাবলীল। গত কয়েকদিন আগে তার নিজস্ব ফেসবুক ওয়ালে সে বইয়ের প্রচ্ছদ শেয়ার করে ক্যাপশনে লিখেন,
“আমার শিরার ভেতর দিয়ে প্রবাহিত রক্তের মতো যা কিছু, তাকেই আমি কবিতা বলে ভেবে নিয়েছি। আমার জীবনের গোটা সময়টাই কেটেছে একটা নদীর ধারে। এর মধ্যে থেকে আমি জেনেছি আমার ভেতরেও একটা নদীর বাস। সেই নদীর নাম আমি দিয়েছি ‘রক্ত নদী’। আর তার যাবতীয় কোলাহল নিয়েই আমার প্রথম কবিতার বই ‘রক্ত নদীর কোলাহল’।”
Al Noman নামে প্রচ্ছদ শিল্পী তার বইয়ের প্রচ্ছদ করেন। বইটি প্রকাশ করেন উৎসব প্রকাশন। এ জন্য উৎসব প্রকাশনের কর্ণধার সাঈদ আহমাদ-কেও তিনি ধন্যবাদ জানান। চলমান জাতীয় বইমেলার শেষদিকে তার বইটি পাওয়া যাবে।
পাশাপাশি কাশিমপুর আঞ্চলিক বইমেলাতেও উৎসব প্রকাশনের স্টলেও পাওয়া যাবে তার বই।
কাশিমপুরের সকলের পরিচিত মুখ মুহাম্মদ জুয়েল রানা এবং তার কবিতার বই ‘রক্ত নদীর কোলাহল’ এর জন্য অনেক শুভেচ্ছা।