নিউজ ডেস্কঃ এস আর টুটুল এম- খোলা নিউজ বিডি-২৪,
(ব্যক্তিত্ব নয়’ নেতৃত্বই নেতার গুণাবলি)
⛵ প্রচারেঃ উপজেলা আওয়ামী যুবলীগ, তানোর, রাজশাহী!
♥!
আগামী ২১শে মার্চ তানোর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তানোর এর আপমোর জনতার প্রাণপ্রিয় নেতা ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা লুৎফর হায়দার রশিদ (ময়না) কে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতির আশনে-আশিন করুন!
⛵✔
তানোর উপজেলার (৭) সাতটি ইউনিয়ন (২) দুইটি পৌরসভা ও (১) একটি উপজেলা পরিষদের মূলত (৭+১=৮) আট জন চেয়ারম্যান এবং (১+১=২) দুই জন মেয়র এর মধ্যে কেবল একজনি সাবেক কলমা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ও বিপুল ভোটে নির্বাচিত তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ (ময়না) মনাবকল্যান ও সমাজ সেবায় স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়াও তিনি স্থানিয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক হাতকে শক্তিশালী রাখতে ও তানোরে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত শিবির রাজাকারদের প্রতিহত করে, তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে সময় উপযোগী সিদ্ধান্ত মূলক নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত রাখতে মুখ্যভূমিকা রাখছেন।
তাই আসন্ন ২১শে মার্চ তানোর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে, তানোর-এর আপমোর জনতার প্রাণপ্রিয় নেতা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ (ময়না) কে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতির আশনে-আশিন করুন!