শরীয়তপুর প্রতিনিধি:
নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাজ্বী শওকত হোসেন বয়াতী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৩ জানুয়ারী) সকালে জপসার নিজ বাড়িতে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তিনি লিখিত ইশতেহার পাঠ করেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য এবং নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খোকন, বয়াতী, সোহেল বয়াতী, ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহম্মেদ সানিল প্রমূখ।