মোঃ আনিসুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী
#সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাদের বয়স ১৮ বছর বা তার উপরে তাদের #আগামী ৩০/১১/২০২১ ইং রোজ মঙ্গলবার #এবং ০১/১২/২০২১ ইং রোজ বুধবার সকাল ৯.০০টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হবে।
#কেন্দ্রঃ বারেন্ডা মডেল একাডেমী স্কুল
#টিকা_দিতে_অবশ্যই_যা_যা_নিয়ে_আসতে_হবে…
১। টিকা কার্ডের রেজিষ্ট্রেশন ২ কপি।
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা অনলাইন জন্মনিবন্ধন।
৩। মোবাইল নম্বর।
উপরোক্ত কাগজ পত্র ছাড়া কোন অবস্থায় টিকা দেওয়া হবে না।
সকলকে মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল।
অনুরোধক্রমে –
মোঃ সাইজ উদ্দিন মোল্লা
কাউন্সিলর,
০৩নং ওয়ার্ড ,
গাজীপুর সিটি কর্পোরেশন।