মোঃ বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টারঃ );- গতকাল ২৮ শে নভেম্বর ২০২১ ইংরোজঃ রবিবার আসন্ন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচেনর চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদপ্রার্থীগণ যারা ভোট পেলেন এবং বিজয়ী হলেন তাদের নাম এবংভোটের সংখ্যা হলো সাবেক চেয়ারম্যান পদপ্রর্থী নৌকার মাঝি আছাবুর রহমান (জীবন), সব মিলিয়ে (১০০০ হাজার) ভোট, চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ- নোমান হোসেন ঘোড়া মার্কা ৭০০, ভোটে নব- নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ- মস্তফা কামাল আনারস মার্কা (৪০) ভোট, চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ- ছায়েদ উদ্দিন (জায়দুল) মোটর সাইকেল মার্কা (৫০০), চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ- শাহিন আহমদ ছাও মিয়া লাঙ্গল মার্কা (১৮), ভোট,
মেম্বার পদপ্রার্থী মতচ্ছির রহমান ফুটবল মার্কা ৫৫১ (পাঁচ শত একান্ন) ভোটে নব- নির্বাচিত হয়েছেন , মেম্বার পদপ্রার্থী মোঃ- আনছার চৌধুরী মোরগ মার্কা (২০০) ভোট, মেম্বার পদপ্রার্থী জিল্লুর রহমান টিউবয়েল মার্কা (২২৩) ভোট, মোঃ- আব্দুর রশিদ বৈদুৎতিক পাখা (২৩৯) ভোট, মেম্বার পদপ্রার্থী আলমাছ মিয়া ঘুড়ি (৪০৬) ভোট,
মহিলা মেম্বার পদপ্রার্থী গোলশানা বেগম হ্যালিক্পটার মার্কা (…) ভোটে নব- নির্বাচিত হয়েছেন, মহিলা মেম্বার পদপ্রার্থী রানু বেগম তালগাছ মার্কা (…) ভোট, মহিলা মেম্বার পদপ্রার্থী শাহানারা বেগম সুর্যমুখি ফুল মার্কা.(…) ভোট, মহিলা মেম্বার পদপ্রার্থী ফুলেনুর বেগম কলম, মহিলা মেম্বার পদপ্রার্থী রোকসানা বেগম মাইক মার্কা .(…) ভোট ।