নিউজ ডেস্ক; খোলা নিউজ বিডি-২৪
শেরপুরে নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও তার সহযোগী সন্ত্রাসিদের হামলার শিকার হন নিউজ টোয়েন্টিফোর টিভি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুবাইদুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন।
এই ঘটনায় জড়িত মেয়রসহ তার সহযোগী সন্ত্রাসিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান জেলার সাংবাদিকগণ। সাংবাদিকদের ওপর এরকম হামলা সত্যিই দুঃখজনক।