যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)
আজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ১৩ পদের বিপরীতে দুইটি প্যানেলে ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫শ’১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আইনজীবী সমিতি সূত্র জানায়, নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃতে মহাজোট প্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন শরীফ নুর মোঃ আলী রেজা ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনকে এবারো মনোনিত করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টি সমর্থিত জাতীয় আইনজীবী ফেডারেশন মহাজোটের সাথে থেকে প্রার্থী দিয়েছেন।
এছাড়া এ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে সোহরাব হোসেন ও জিএম আবু মুছা, যুগ্ম সাধারন সম্পাদক পদে পলক কুমার মৈত্র, সহকারী সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও বশির আহম্মেদ খান, গ্রন্থগার সম্পাদক পদে এসএম নাসির আলম, সদস্য পদে তারিক এনাম অনিক, রেজাউর রহমান রাজু, আরিফ শাহরিয়ার, উদয়ন বিশ্বাস ও নুর ইসলাম নুরুল।
অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক সভাপতি মোহাম্মদ ইসহক ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু। জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী লয়ার্স কাউন্সিলও তাদের সাথে থেকে প্রার্থী দিয়েছেন।
এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতি এবার নির্বাচনে প্রার্থী না দিলেও ঐক্য প্যানেলকে সমর্থন করেছে। জাতীয়তাবী ঐক্য প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে আব্দুল লতিফ ও মনজুর কাদির আশিক, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ লতা, সহকারী সম্পাদক পদে জুলফিকার আলী জুলু ও রেহেনা পারভীন, গ্রন্থাগার সম্পাদক পদে মকবুল হোসেন, সদস্য পদে মাহমুদা খানম, রাজিব হোসেন, সাবিহা সুলতানা, সেলিম রেজা ও আবুল ফয়েজ। সাধারণ আইনজীবীরা বলছেন, নির্বাচনকে ঘিরে প্রতিবারের মত সেই উৎসবের আমেজ এবার আর নেই।
বিশেষ করে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও সাধারণ সম্পাদক পদে ভোট হবে নিরুত্তাপ বলে দাবি করছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন একপেশে ভোট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসান বলেন, সকল প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু নির্বাচন সম্পন্নের অপেক্ষা।