নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
শুক্রবার (২৬ নভেম্বর) তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গত ১১ নভেম্বর ১নং কলমা ইউনিয়ন পরিষদে সতন্ত্রভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান, খাদেমুন নবী চৌধুরী বাবুকে আদিবাসী সম্প্রদায় সংবর্ধনা দিয়েছেন।
আজ ২৬ নভেম্বর (শুক্রবার) সকাল ৯-৩০ মিনিটের সময় ১নং কলমা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের শালতলা, গির্জা পাড়ায় এই গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, আদিবাসী সম্প্রদায়ের (মোড়ল) জেমস কিস্কুর সভাপতিত্বে ও বাবুলাল হেমরম এর সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমানে গত ১১ নভেম্বর ১নং কলমা ইউনিয়ন পরিষদে সতন্ত্রভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান, খাদেমুন নবী চৌধুরী (বাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ নজিমউদ্দিন (নাজিম) ও নব-নির্বাচিত ৭,৮,৯ সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার মোসা: সাজেনূর বেগম প্রমুখ।
১নং কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্রভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী (বাবু) সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার প্রাণপ্রিয় ৮নং ওয়ার্ডবাসি আপনাদেরকে আমার সালাম, আদাব ও যোহারগড়লাগি। আমি আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আমার প্রাণপ্রিয় কলমা ইউনিয়নের ধর্ম-বর্ণ নির্বিশেষে আপমোর জনতা চশমা প্রতিকে আমাকে ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করে, আপনাদের নিকট আমাকে চিরঋণী করেছেন। আপনারা সবি জানেন এবং বোঝেন, আমি তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাদেমুন নবী চৌধুরী (বাবু) বড় আশা নিয়ে আওয়ামী লীগ দলিয় নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দুঃখ্যের বিষয়, স্থানিয় কুচক্রী মহলের ইশার-ইঙ্গিতে আমাকে দলিয় নৌকা প্রতীকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।
আমি আপনাদের ব্যপক সমর্থন ও বিপুল ভোটে আজ কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আপনাদের আশা-আকাঙ্ক্ষা পরিপূর্ণ করাতে সচেষ্ট রইবো। আপনারা আমার পাশে থেকে উৎসাহ ও সহযোগীত অব্যহত রাখবেন।
আমি আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের জন্য সচেষ্ট থাকব, আজকে আমি কলমা ইউনিয়ন পরিষদে একজন আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত যুবক কে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগের ঘোষনা করছি, এছাড়াও পর্যায়ক্রমে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদেরকে আর যেনো অনাহার থাকতে না হয় সে বিষয়ে সার্বিক ব্যবস্থা করব। ইনশাল্লাহ।