মোঃ বিল্লাল হোসেন ঃ
গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত প্রায় ১১টার দিকে দেশীপাড়ার পূর্বপাড়া (রয়েল বাগান) থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ৬.৩০টার দিকে ঘটনাস্থলের সাথের বিমান বাহিনীর সদস্যের বাড়ির কেয়ার টেকার সোহাগ (৩০) বাড়িতে প্রবেশের সময় লাশ দুটি দেখতে পায়। পরে তিনি বাড়ির মালিক শাহালম সরকারকে ফোন দিয়ে ঘটনাটি জানালে সে থানা পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে সাড়ে ৬টার কিছুক্ষণ আগে দৃর্বৃত্তরা ঘটনাস্থলে মা ও মেয়েকে হত্যা করে অথবা তাৎক্ষণিক হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। ওই নারীর গলার দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে পার দিয়ে মারাত্মক জখম করে হত্যা এবং মেয়ের গলার একপাশ থেকে আরেকপাশ ধারালো অস্ত্র দিয়ে সজারো টান দিয়ে হত্যা করা হয়েছে।
তবে লাশ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যাকান্ডের শিকার আনুমানিক ২৬ বছর বয়সী ওই নারীর গায়ে খয়েরি রংয়ের বোরকা এবং তার ৪/৫ বছর বয়সী শিশু কন্যা কালো রংয়ের জামা পরিহিত ছিলেন।
কেয়ারটেকার সোহাগ বলেন, আমি এ বাড়িতে একাই থাকি। কাজ শেষে বাড়ির ফেরার সময় গেটের সামনে আসলে লাশ দুটি পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে জানাই।
এলাকাবাসী জানায়, পূর্বে বিমান বাহিনীর টেক হিসেবে ডাকা হলেও বর্তমানে রয়েল বাগান হিসেবে ডাকা হয়। এ বাগানটিতে সাধারণত লোকজন ঘোরাফেরা করে এবং বিকেলে ছেলেরা খেলাধুলা করে। তবে কে বা কারা এরকম নৃশংস ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারছেন না তারা।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার অপরাধ (উত্তর) মো. জাকির হাসানসহ মেট্রোপলিটন সদর থানা পুলিশ, সিআইডি, পিআইবি, র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।