যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)
যশোর সদর উপজেলার রূপদিয়া মণিরামপুর সড়কটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এযেন দেখার কেউ নেই। দীর্ঘদিন যাবৎ এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।
পথচারীদের অভিযোগ, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যশোরের রূপদিয়া থেকে মণিরামপুর সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় এই রাস্তায় বিটুমিন ও কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
তবে কর্তৃপক্ষ বলছেন, সড়কটি সংস্কারে দ্রুত কাজ শুরু হবে। গরুর গাড়ি চলার কর্দমক্ত মেঠোপথ, নাকি পাকারাস্তা। অল্প বৃষ্টিতে কাঁদাপানি আর রোদ্রুর হলে সৃষ্টি হয় ধূলার।
রাস্তার বিটুমিন উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-গর্তে ভরে গেছে। ফলে এসব রাস্তাদিয়ে চলাচলে দুভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এসব রাস্তা সংস্কার চান তারা। চালকদের অভিযোগ, এমন সড়ক দিয়ে যানবাহন চালাতে গেলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রঅংশ।
অবশ্য আশার কথা শোনালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ, কে, এম আনিছুজ্জামান। জানালেন টেন্ডার হয়ে গেছে। শিগগিরই শুরু হবে কাজ। শুধু আশ্বাস নয়; সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগিদের।